Online Education Bangladesh
Training

এলিট ফোর্স বাংলাদেশে

বাংলাদেশে বেশ কয়েকটা এলিট ফোর্স রয়েছে। সিভিল ফোর্সের ভেতরে রয়েছে র‍্যাব। তবে সবথেকে সশস্ত্র এলিট ফোর্স হচ্ছে নেভির কমান্ডো “সোয়াডস”।

এটা দক্ষিন এশিয়ার অন্যতম কমান্ডো ইউনিট। এদের ক্ষিপ্রতা দেখে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডব্লিউ মজিনা এদেরকে জলজ শার্দূল হিসেবে অভিহিত করে। যদিও তখনো সোয়াডস এর নাম সোয়াডস হয়নি। এটা অনেকটাই জানা তথ্য।

অজানা তথ্য হচ্ছে সোয়াডসকে দক্ষিণ এশিয়ার নেভি সিল হিসেবে অনেকে অভিহিত করতে দ্বিধাবোধ করেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন?

কারণ, এই সোয়াডস গঠন করা হয়েছে একদমই ইউএস নেভী সিলের আদলে। আর এই দুই কমান্ডো বাহীনির ভেতরে সামঞ্জস্য এতটাই যে ,পার্থক্য করার মত খুব বেশি অমিল খুঁজে পাওয়া যাবেনা।

এলিট ফোর্স
Picture: Google

ছবিতে নেভীর সিল টিমের দুজন অপারেটিভ কে দেখতে পাচ্ছেন।

গেজেট, গিয়ার্স, ওয়েপন্স এর দিক থেকে দেখতে গেলে নেভি সিল আর সোয়াডস একই গেজেট, গিয়ার্স এবং ওয়েপন্স ব্যবহার করে।

প্রশিক্ষন অনেকটাই এক। যদিও কান্ট্রি স্ট্র্যাটেজি ভেদে কিছু বিশেষ এবং কনফিডেন্সিয়াল প্রশিক্ষন থাকে, যেগুলো সব দেশেই আলাদা আলাদা।

অপারেশন কাউন্ট করতে গেলে বলা চলে এক্ষেত্রে বাংলাদেশের সিল টিম বেশ পিছিয়ে, কারণ দেশের মাটিতে সোয়াডস এখনো এককভাবে তেমন কোন অভিযান পরিচালনা করে নি। তবে ভূমধ্যসাগরে আর দক্ষিন সুদানে সোয়াডস এর বেশ নামডাক আছে (অসমর্থিত সুত্র)।

এখানে দুজন ইউডিটি (আন্ডারওয়াটার ডিমুলেশন টিম) অপারেটিভ দেখতে পাচ্ছেন

ইউএস নেভীতে নেভি সিলের ডেডিকেটেড কোন আন্ডারওয়াটার ডিমুলেশন টিম নেই। এদের একের ভেতর সব। সেখানে বাংলাদেশের নেভাল কমান্ডো দুই ভাগে কাজ করে।

যথাক্রমে, সিল টিম এবং ইউডিটি।

সিল টিমের প্রতিটা সদস্য জলে, স্থলে বা আকাশে অভিযান পরিচালনা করতে পারে। অর্থাৎ এরা প্রত্যেকেই এক এক জন ডাইভারও বটে।

আর ইউডিটি টিমের বিশেষত্ব হচ্ছে এরা পানির নিচে যেকোন ধরণের ধ্বংসযজ্ঞে পারদর্শী।

ইউডিটির প্রশিক্ষন হয় দক্ষিন কোরিয়ার ইউডিটির আদলে। তবে যতটুকু বোঝা যায় এদের প্রত্যেককেই সিল এবং ইউডিটি কোর্স করতে হয়।

এই ছবিতে সোয়াডস এর একজন স্নাইপার দেখতে পাচ্ছেন।

প্রতিটা স্পেশাল ফোর্সের মত সোয়াডস এর ও রয়েছে দক্ষ স্নাইপার।

সোয়াডসের হেল উইক বা নরক সপ্তাহ। হেল উইকের ট্রেইনারদের “দ্য ব্রুট” বলে অভিহিত করা হয়।

সব শেষ করছি আমার প্রিয় একটা কিউট ফটো দিয়ে।

বিঃদ্রঃ কোন কনফিডেন্সিয়াল তথ্য শেয়ার করা হয়নি। সবগুলো তথ্যই ইন্টারনেট এবং বিভিন্য ডিফেন্স ফোরাম থেকে সংগ্রীহিত।

Leave a Comment